পাকিস্তানের সাবেক শাসক পারভেজ মোশাররফ আগামী মাসে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে ২৩ দলীয় জোট পাকিস্তান আওয়ামী ইত্তেহাদ (পিএআই)-এর মহাসচিব ইকবাল দার। এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, মোশাররফ ঠিক কত তারিখে ফিরবেন তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি। পিএআই সদস্যদের সঙ্গে আলাপের পর দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দার। উল্লেখ্য, পারভেজ মোশাররফের নেতৃত্বেই এ ২৩ দলীয় জোটটি গঠিত হয়েছে। ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সে সময়কার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ। ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন