ফুলবাড়িয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবর সকালে উপজেলার কাহালগাঁও বাজারের পূর্বপাশের সাগরদীঘি-ভালুকা সড়কের পাশ থেকে গুলিবৃদ্ধ লাশ উদ্ধার করেছে। নিহতের নাম আব্দুল মালেক (৪০) । সে ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী গুপ্তবৃন্দাবন গ্রামের মৃত মেছের আলীর পুত্র। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার নবগঠিত সাগরদীঘি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার। গুপ্তবৃন্দাবন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বৃহস্পতিবার রাত ৩টার দিকে চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতিকের পক্ষে গোপনে ভোট কাটার বিষয়টি এলাকাবাসী টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ভোট কেন্দ্রে জড়ো হয়। পুলিশের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ ক্ষিপ্ত জনতার উপর গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলেই আঃ মালেক নামে বাজারের এক ব্যবসায়ী মারা যায়। পুলিশের গুলিতে আরও ৪-৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। ফুলবাড়িয়া থানার ওসি তদন্ত আবুল খায়ের জানান, নিহত গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশের কাছে লাশ হস্তান্তব করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন