দুপচাঁচিয়া উপজেলায় পুলিশের হস্তক্ষেপে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে জেবা আক্তার (১৬)।
জানা গেছে, উপজেলার চামরুল গ্রামের বাহার উদ্দিনের মেয়ে জেবা আক্তার (১৬) বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী নন্দিগ্রাম উপজেলার গছাইল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে গোলাম রব্বানী (২৬) এর সাথে। ঘটনার দিন গত ২৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতার দিনক্ষন নির্ধারন ছিলো। এ দিকে গোপন সূত্রে বাল্য বিয়ের খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশে একদল পুলিশ কন্যার বাড়িতে যায়। বাল্য বিয়ের বিষয়টি নিশ্চিত হয়ে এর কুফল বিষয়ে মেয়ের বাবা সহ অন্যদের কে অবহিত করে তা বন্ধ করার নির্দেশ দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন