শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বাল্যবিয়ে বন্ধ করুন

| প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম


বাল্যবিয়ের শিকার ছেলেমেয়ের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনের মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়, যা তাকে সারাজীবনের জন্য ক্ষতিকারক। ইউনিসেফের একটি জরিপে দেখা যায়, বাংলাদেশে ৬৪ শতাংশ মেয়ের বয়স ১৮ বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। এর কারণ দারিদ্র্য, নিরক্ষতা, সামাজিক চাপ, নিরাপত্তার অভাব, যৌন নির্যাতন। বাল্যবিয়ে বন্ধ না হলে মাতৃমৃত্যুর ঝুঁকি, অপরিণত গর্ভধারণ, প্রতিবন্ধী সন্তান জন্মদান, অপুষ্টিজনিত সমস্যা, প্রসবকালীন খিঁচুনি, প্রজনন স্বাস্থ্য সমস্যা, মানসিক অশান্তি, জরায়ুর ক্যান্সার ও নবজাতকের বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা থাকে। বাল্যবিয়ে বন্ধে স্কুল-কলেজের শিক্ষার্থীদের এর কুফল সম্পর্কে শিক্ষাদান, গণমাধ্যমে আন্দোলন গড়ে তোলা দরকার। এ ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান-মেম্বাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
মোছা. শাকিলা আক্তার
শিক্ষার্থী, আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, মহেশপাড়া তেকানী চুকাইনগর, সোনাতলা, বগুড়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন