বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মেয়র হানিফের আজ ৭৪তম জন্মবার্ষিকী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি মরহুম মোহাম্মদ হানিফের আজ ৭৪তম জন্মবার্ষিকী। ১৯৪৪ সালের এ দিনে পুরনো ঢাকার এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা আবদুল আজিজ, মা মুন্নি বেগমের পরিবারে মোহাম্মদ হানিফ ছিলেন ছোট ছেলে। ১৯৬৭ সালে ঢাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মাজেদ সরদারের মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন, ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত মোহাম্মদ হানিফ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল। তিনি সব সময় বঙ্গবন্ধুর খুব কাছে থেকেছেন। উদার চিন্তাচেতনা, প্রখর ব্যক্তিত্ব ও সংবেদনশীলতা এবং তাঁর চারিত্রিক বৈশিষ্ঠের কারণে তিনি সকলের প্রিয় নেতায় পরিনত হন। মোহাম্মদ হানিফ ছাত্রাবস্থায় ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন। ১৯৬৫ সালে বঙ্গবন্ধুর একান্ত সচিবের দায়িত্ব পান। এ সময় ছয়দফা মুক্তি সনদ প্রণয়ন ও প্রচারে বিশেষ ভূমিকা রাখেন। ’৬৯-এর গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তীতে সব আন্দোলন-সংগ্রামে রাজপথে প্রথম কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ হানিফ। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু তার ঢাকা-১২ আসন ছেড়ে দিলে ওই আসনে মোহাম্মদ হানিফ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরে সংসদে হুইপেরও দায়িত্ব পালন করেন তিনি। ’৭৬ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি ৩০ বছর দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে ঢাকার প্রথম মেয়র নির্বাচিত হন। পরে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় তিনি আহত হন। ২০০৬ সালের ৮ ফেব্রয়ারি মুক্তাঙ্গনে এক সমাবেশে সভাপতির বক্তৃতা দেয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। একইব ছরের ২৮ নভেম্বর রাতে অ্যাপোলো হাসপাতালে ৬২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মোহাম্মদ হানিফের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, মেয়র হানিফ স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল, দুস্থঃদের মাঝে খাবার বিতরণ ইত্যাদি। নন্দিত এই নেতার একমাত্র পুত্র ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পিতার জন্মবার্ষিকীতে দেশ বাসীর দোয়া কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন