গত ৩১ মার্চ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের লেভেল -১/টার্ম-১ এর নবাগত ছাত্র-ছাত্রীদের সাথে বুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে মিলিত হন ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ভিসি বলেন এখনই তোমাদের ভবিষ্যৎ গড়ার সময়। লেখাপড়া করে নিজেদের ভবিষ্যত গড়ে তুলবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলাসহ নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করে নিজেদের মেধাবী প্রকৌশলী হয়ে ভবিষ্যতে জাতি গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে এটাই কাম্য। তিনি নবাগত ছাত্র-ছাত্রীদের আরো বলেন প্রতিযোগিতামূলক বিশে^ বিশেষ জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে বিশ্ব দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন যন্ত্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক ড. মাগলুব আল নূর, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন, অধ্যাপক ড. ফরিদা নিলুফার, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডীন, অধ্যাপক ড. মো. সাইফুর রহমান ও প্রকৌশল অনুষদের ডীন, অধ্যাপক ড. মো. রফিক উল্লাহ প্রমুখ। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন