সপ্তাহব্যাপী বিক্ষোভ ও অস্থিরতার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় এ পরীক্ষা শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা এই লিখিত পরীক্ষা চলবে।
আজ সকাল থেকেই বুয়েটের ২ নম্বর গেটের সামনে অভিভাবকসহ ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এ সময় বুয়েট কর্তৃপক্ষ মাইকে বারবার ঘোষণা করছিলেন, শুধু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরাই ভেতরে প্রবেশ করতে পারবেন। অভিভাবকদের গেটের বাইরে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে।
নিরাপত্তার স্বার্থে বুয়েট ক্যাম্পাসের ভেতরে অভিভাবকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলেও মাইকে জানানো হয়।
এর আগে বুয়েটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের সব অনুষদ ও বিভাগের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা সোমবার (১৪ অক্টোবর) যথারীতি সময়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন