লক্ষীপুরের কমলনগরে আমপাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন সপ্তম শ্রেণির ছাত্র শান্ত ইসলাম (১৩)। গতকাল সকাল ১০টার সময় উপজেলার চর ফলকন এলাকায় বিদ্যুতের তারে ঝুলে থাকা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। শান্ত ইসলাম চরফলকন পাটোয়ারী বাড়ির মো. সবুজের ছেলে। সে হাজিরহাট মিল্লাত একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র। নিহতের স্বজনরা জানায়, গত ৩০ মার্চ বিকাল থেকে শুভ নিখোঁজ। এরপর থেকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপরে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গতকাল সকালে তার লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। কমলনগর ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন