জম্মু ও কাশ্মীর সীমান্তে গুলিবর্ষণ থামছে না। প্রতিদিন ভারতীয় সেনা জওয়ানসহ কাশ্মীরের সাধারণ মানুষও প্রাণ হারাচ্ছেন। তাই ভারতীয় কেন্দ্রীয় সরকার কাশ্মীরিদের নিরাপত্তার কথা চিন্তা করে কয়েক হাজার বাংকার তৈরি করতে চলেছে। যেসব এলাকায় পাকিস্তানি শেলিংয়ের আঘাতে মানুষ বেশী আহত হন সেসব এলাকায় তৈরি করা হবে বাংকার। সাম্বা, পুঞ্চ, জম্মু, কাঠুয়া ও রাজৌরি কাশ্মীরের এই পাঁচটি জেলায় মোট ১৩ হাজার ২৯টি সাধারণ বাংকার তৈরি করবে কেন্দ্র। আরও ১৪৩১টি কমিউনিটি বাংকার তৈরি করা হবে, যেখানে ৪০ জন লোকের জায়গা হবে। এই পাঁচটি জেলার মানুষের বাড়ি-ঘরের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন