শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

পুলিশ বেষ্টনীর মধ্যে মঙ্গল শোভাযাত্রা ও ছায়ানটের বর্ষবরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১:১৪ পিএম

পহেলা বৈশাখে রাজধানী ঢাকাজুড়ে কঠোর নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ১৪ই এপ্রিল পহেলা বৈশাখের দিনে শবে মেরাজের অনুষ্ঠান থাকায় ডিএমপির তরফে বিকেল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানের অনুষ্ঠানগুলো শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে, রবীন্দ্র সরোবরের অনুষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এছাড়া, মঙ্গল শোভাযাত্রা ও ছায়ানটের বর্ষবরণ কঠোর পুলিশি বেষ্টনীর মধ্যে অনুষ্ঠিত হবে। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আজ সকাল সাড়ে এগারোটায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি আরো বলেন, এ দিন রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগসহ পুরো রাজধানীজুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা থাকবে। মঙ্গল শোভাযাত্রা যেই রুটে চলবে, তার চারপাশেই পুলিশি বেষ্টনী থাকবে।
আর ছায়ানটের অনুষ্ঠানে নিরাপত্তা বেষ্টনী থাকবে দুই স্তরের। মঙ্গল শোভাযাত্রাতে বাইরে থেকে কাউকে ঢুকতে দেয়া হবে না। যতগুলো ভেন্যুতে অনুষ্ঠান হবে প্রতিটা ভেন্যুতে পুলিশি তল্লাশি চালানো হবে। অনুষ্ঠানের আশপাশের সড়কগুলো বন্ধ থাকবে। নিয়ন্ত্রিত থাকবে বেশ কিছু সড়কের যান চলাচল।

ডিএমপি কমিশনার নারীদের বড় ভ্যানিটি ব্যাগ না নেয়ার পরামর্শ দেন। এছাড়া, কোন ধরণের ক্ষতিকর ধাতব এবং দাহ্য পদার্থ বহন করা যাবে না বলে তিনি উল্লেখ করেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন