এরপর সাহাবার হযরত খালেদ ইবনে ওলীদ রা.-কে সেনাপতি নিযুক্ত করেন। তিনি পতাকা গ্রহণের পর তুমুল যুদ্ধ শুরু হয়। সহীহ বোখারীতে স্বয়ং খালেদ ইবনে ওলীদ রা. থেকে বর্ণিত রয়েছে যে, মুতার যুদ্ধের দিনে আমার হাতে ৯ টি তলোয়ার ভেঙ্গেছে। এরপর আমার হাতে একটি ইয়ামেনী ছোট তলোয়ার অবশিষ্ট ছিল। অপর বর্ণনায় তার যবানীতে এভাবে উল্লেখ রয়েছে যে, আমার হাতে মুতার যুদ্ধের দিনে ৯ টি তলোয়ার ভেঙ্গেছে এবং একটি ছোট সাইজের ইয়েমেনী তলোয়ার অবশিষ্ট ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন