সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

মসনবী শরীফ

মাওলানা জালাল উদ্দীন রূমী রহ./ কাব্যানুবাদ : রূহুল আমীন খান | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

৫৮২. ভন্ডরাও নকল করে কামিলগণের বাক-বচন
সরল মানুষ ফান্দে ফেলে নেয় লুটে তার ঈমান-ধন।
৫৮৩. কামিলগণের কর্মে হৃদে জন্মে উজাল রোশনি তাপ
ভন্ডদিগের কর্মে বাড়ায় প্রতারণা লজ্জা পাপ।
৫৮৪. ভিখের লাগি ব্যাঘ্র বানায় খড়ে সেঁটে বাঘের ছাল
নবী-খেতাব করল ধারণ মুসায়লামা -ভন্ড-জাল।
৫৮৫. লক্ষ্য করো এই উভয়ের পরিণতি খেতাব নাম
‘উলুল আবরার’ মুহাম্মদ ও ‘কায্যাব’ ওই মুসায়লাম।
৫৮৬. নবীর শরাব সিপি আটা খোশবু ভরা কস্তুরির
পচাপূতি গন্ধে ভরা শরাব ভন্ড জাল নবীর।
ভন্ড উযিরের আরেক ষড়যন্ত্র
৫৮৭. ভন্ড উযির ধূর্ত চালে করল হাসিল লক্ষ্য তার
ছড়িয়ে দিল ফিতনা-ফাসাদ পাল্টে দিল দ্বীন ঈসার।
৫৮৮. দুষ্ট উযির এবার আরেক ফন্দি এটে কূটমনে
ওয়ায ছেড়ে, ভক্ত ছেড়ে, চলে গেল নির্জনে।
৫৮৯. ভক্তকুলের হৃদে উযির অগ্নি জ্বেলে আগ্রহের
চালিশ-পচাশ১ দিন কাটাল ভেতর নিবিড় নির্জনের।

৫৯০. ভক্তেরা সব পাগলপারা বিছেদ ব্যথায় ব্যাকুল তার
দেখা শুনা পাবার লাগি করছে অধীর ইন্তেযার।

৫৯১. এ দিক মহা কান্নাকাটি করছিল সব মুরীদগণ
ওদিক উযির কৃচ্ছ্রতা ও নির্জনতায় শীর্ণ তন।

৫৯২. ভক্তেরা কয় : আলোর মশাল ! তুমি ছাড়া সব আঁধার
এ অন্ধদের যষ্টি ধরে করবে কে আর রাস্তা পার।

৫৯৩. তোমার দয়া, বোযোর্গি ও খোদার কসম, মোদের আর
জুদা করে তোমার থেকে রাখবে নাকো হে রাহ্বার।

৫৯৪. আমরা সবাই শিশুর মতো তুমি ধাত্রী মা’র সমান
মোদের শিরে তব স্নেহের পরশ রেখো বিদ্যমান।

৫৯৫. বলল উযির : হৃদয়টা মোর তোদের সাথে সর্বদাই
তবে সাধন- নিয়মনিগড় ভাঙার কোনো সাধ্য নাই।

৫৯৬. ভক্তেরা ফের আরযী জানায় উজাড় করে হৃদয় মন
জোর সোপারেশ করল তাতে নেতা, পরিচালকগণ।

৫৯৭. বলল তারা : নাই তুমি আজ মোদের মাঝে, ভাগ্যফের
আমরা অনাথ, কে বাতাবে সঠিক রাহা মনযিলের ?

৫৯৮. তুমি মোদের করছ হতাশ, দেখাও শুধু নানান ছল
ছাড়ছি মোরা দীর্ঘ নিশাস, চলছি ঢেলে চোখের জল।

৫৯৯. আদত মোদের শ্রবণ করা তোমার বয়ান সুকন্ঠের
তৃপ্ত করো দুধ পিলায়ে তোমার জ্ঞান-হিকমতের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন