লক্ষীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কিশোরীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এসময় প্রতিপক্ষের হামলায় ৩টি বসত ঘর ভাংচুর ও লুটপাটসহ ওই কিশোরীর পরিবারের আরো ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের গত বুধবার দুপুরে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ চর উভুতি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রুমা আক্তার, আমেনা বেগম, রেনু বেগম, হোসনেয়ারা ও সাহাবুদ্দিন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম কিশোরী ও তার স্বজনরা জানান, স্থানীয় চর উভুতি গ্রামে সাহাবুদ্দিন গং ও মালেক মেম্বার গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার সকালে মালেক মেম্বারের ছেলে সোহাগ ও তার ভাতিজা বাবুর নেতৃত্বে ৫০/৬০ জন দলবদ্ধ হয়ে তাদের বাড়ীতে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তাদের ৩টি বসত ঘর ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে ওই পরিবারের ৫জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা।
এর আগে এ জমি সংক্রান্ত বিষয় নিয়ে
এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছেন। তবে বিবস্ত্র করে নির্যাতনের বিষয়টি কেউ বলেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন