দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতি নির্বাচন-১৮’এ ছাতা মার্কার পূর্ণ প্যানেল জয় লাভ করেছে। ২০ এপ্রিল অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে সভাপতি পদে মোহা¤মদ হানিফ, সিনিয়র সহ-সভাপতি পদে ইসমাইল হোসেন রতন ও সাধারণ সম্পাদক পদে মো. দৌলত হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি কোষাধ্যক্ষ, দপ্তরসহ ছাতা মার্কার পূর্ণ প্যানেল জয় লাভ করে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শফিউল্লাহ, সমন্বয়কারী হিসেবে ছিলেন, ইঞ্জিনিয়ার আবু ইউসুফ ভূইয়া। নির্বাচিত হওয়ার পর তাদের প্রতিশ্রুতি এলাকার নাগরিক সুবিধাসহ ঐক্য, শান্তি, সৌহার্দ্যপূর্ণ ও সন্ত্রাসমুক্ত সমাজ গাড়ার নিরলস প্রচেস্টায় অঙ্গিকারবদ্ধ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন