লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. শাহাদাত হোসেন শরীফকে সভাপতি ও জিয়াউল করিম নিশানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ কমিটি অনুমোদন করেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দোলোয়ার শাহজাদা।
এদিকে নতুন কমিটি গঠনের খবরে লক্ষ্মীপুর জেলা শহরসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
প্রসঙ্গত: ২০১৪ সালের ২০ নভেম্বর লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল শরীফ ও সদস্য ছিল নিশান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন