বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তাহিরপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:১১ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৪ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরর্ক্ষী বাহিনী বিএসএফ। অবৈধভাবে ভারতে কাজ করতে যাওয়ায় তাদের আটক করা হয়। আটক শ্রমিকরা হলেন- উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাও মাইজ হাটি গ্রামের সফর উদ্দিনের ছেলে সলিম উদ্দিন (৩০), একই গ্রামের লাল চাঁন মিয়া (৩২), সুজন মিয়া (৩৫) ও সচিন্ড দাস (৩৮)।

বিজিবি ও আটকদের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বিএসএফ সীমান্তের ১১৯৫ নম্বর মেইন পিলার সংলগ্ন জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়ার ভেতরে কাজ করতে যায় ৪ বাংলাদেশি শ্রমিক। এক পর্যায়ে বিএসএফের বিশেষ টিম ব্যাটালিয়ন পুলিশ তাদের আটক করে।

চারাগাও বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. মোনায়েম খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ বাংলাদেশি শ্রমিক বিজিবির অগোচরে ভারতে কাজ করতে গিয়ে বিএসএফের ব্যাটালিয়ন পুলিশের হাতে আটক হয়েছেন।

আটক শ্রমিকদের ফিরিয়ে আনতে বিজিবি চেষ্টা করছে বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন