বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, মুন্সীগঞ্জ থেকে নির্বাচিত সাবেক চার বারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম এখন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘ দিন তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। তার বড় ছেলে ব্যবসায়ী ও এফবিসিসিআই নেতা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বার্ধক্যজনিত কারণে চলাচল করতে পারতেন না। স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন