শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাউজানে মসজিদ কমিটির সভাপতিকে প্রাণনাশের চেষ্টা

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রাউজানে মসজিদ কমিটির সভাপতিকে প্রাণনাশের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলাার ডাবুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সাল্উাদ্দিন তালুকদার (৩১) নামের ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সালাউদ্দিন পশ্চিম ডাবুয়া হাদা গাজী বাড়ির আবু আহমদের পুত্র এবং হাদা গাজী বাড়ী জামে মসজিদের সভাপতি।
জানা যায়, ডাবুয়া হাদা গাজী তালুকদার বাড়ি জামে মসজিদের পুকুরে ময়লা আর্বজনা ফেলা নিয়ে রাউজানের ইউএনও’র কাছে সম্প্রতি অভিযোগ দিলে এলাকার কয়েকজন ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে গতকাল দুপুরে অস্ত্র ও লাঠি নিয়ে সালাউদ্দিনের মাথায় এবং শরীরে অঘাত করে। এ ঘটনায় সালাউদ্দিন বাদী হয়ে নুরুল আবছার (৪৮),মনছুর আলম (৩০) কে আসামি করে মামলা দায়ের কারেছেন। রাউজান থানার সেকেন্ড অফিসার নুরুন নবী বলেন এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ গ্রহণ করেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন