গাংনী উপজেলা জামায়াতের আমির ডাক্তার রবিউল ইসলামসহ জামায়াতের ৭জন নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত অন্য নেতারা হলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মেহেরপুর পৌর জামায়াতের সেক্রেটারী মাহবুবুর রহমান (৪৭), গাংনীর বামন্দী ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল খালেক (৫০), রাইপুর ইউনিয়ন জামায়াতের আমির মহিবুল ইসলাম (৪৮), ইউনিয়ন জামায়াতের রোকন আব্দুর রহিম (৫০), ইউনিয়নের বেড় গ্রাম জামায়াতের সভাপতি আবুল হাশেম (৪৮) ও ইউনিয়ন জামায়াতের রোকন নাসির উদ্দীন (৫০)।
গতকাল বৃহস্পতিবার রাতে গাংনী থানা পুলিশের দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাইপুর ইউনিয়নের আনন্দবাস গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এই নেতাদের আটক করে।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, নাশকতার উদ্দেশে আটককৃত এসব নেতারা আনন্দবাস গ্রামে গোপন বৈঠক করছিলেন। পুলিশের দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। আজ শুক্রবার সকালে আটককৃতদের নামে ১৯৭৬ সালের ক্ষমতা আইনের ১৬/২ এর ধারা মোতাবেক মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন