সিলেটে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি কালে বিএনপির ৮নেতাকে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে রয়েছেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেমসহ ৮ জনকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাদের আটক করা হয়। বিকেল ৩টায় এসএমপি কোতোয়ালী থানা পুলিশ তাদের আটক করে।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় আপিল বিভাগে সাজা বৃদ্ধি ও ‘জিয়া চ্যারেটেবল ট্রাস্ট’ মামলায় রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী পালন করতে সিলেট শহীদ মিনারের সামনে জড়ো হন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার আগেই এসএমপি কোতোয়ালী থানার সহকারী কমিশনার কাওসার দস্তগিরের নেতৃত্বে এক দল পুলিশ বিএনপি নেতাকর্মীদের আটক করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন