বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলমানদের বৈজ্ঞানিক উৎকর্ষতা অর্জন করতে হবে -খামেনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ৯:৫২ পিএম

বিশ্বের সব মুসলমানের মধ্যে ঐক্য ও বৈজ্ঞানিক উৎকর্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, এতে করে যুক্তরাষ্ট্রের মতো দেশ বিশ্বের মুসলমানদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে পশ্চিমা মিত্র দেশ সউদী আরবের মুখোমুখি অবস্থান করছে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান। ইয়েমেন ও সিরিয়ায় এ দুই আঞ্চলিক শক্তি পরস্পরেরবিরোধী গোষ্ঠীকে সহায়তা করে যাচ্ছে। ইরাক ও লেবাননেও তারা একে অপরের বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছে। নিজের অফিশিয়াল ওয়েবসাইটে দেয়া ওই বক্তব্যে তিনি বলেন, মুসলিম গোষ্ঠী ও স¤প্রদায়গুলোর মধ্যে পারস্পরিক বোঝাপাড়ার মাধ্যমে যে আন্দোলনগুলো হচ্ছে, সেগুলো খুবই ভালো করতে পারছে। খামেনি বলেন, আমাদের অবশ্যই বৈজ্ঞানিক উৎকর্ষতা বাড়াতে হবে। মুসলমানদের আবারও বৈজ্ঞানিক ও সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে। এতে করে মুসলিমপ্রধান নেতাদের যুক্তরাষ্ট্র কোনো নির্দেশ দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের মোকাবেলায় তেহরান সবসময়ই মুসলমানদের ঐক্যের আহ্বান জানিয়ে আসছে। তেহরান সবসময় পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা বিদ্যুৎ, কৃষি ও ওষুধ তৈরিতে তাদের পারমাণবিক কর্মসূচি কাজে লাগাবে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন