আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা করেছেন, বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের আরো সাতটি গ্রাম আর্মেনিয়ার সেনাদের দখলমুক্ত করা হয়েছে। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে একথা ঘোষণা করেন বলে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। টুইটার বার্তায় প্রেসিডেন্ট আলিয়েভ জানান, আজারবাইজানের সৈন্যরা ‘জিবরাইল’ কাউন্টির ‘মিরাক’ ও ‘কাওদার’ গ্রাম, ‘জাংগিলান’ কাউন্টির ‘মাশহাদি-ইসমাইলি’ ও ‘শাফি-বিকলি’ গ্রাম এবং ‘কাবাদেলি’ কাউন্টির ‘বাশারাত’, ‘কারাকিশলির’ ও ‘কারাচেনলি’ গ্রাম আর্মেনিয়ার দখলমুক্ত করেছে। এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট নাগরনো-কারাবাখ অঞ্চলে অপর আট গ্রাম আর্মেনিয়ারে ‘দখলদারিত্ব’ থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। নাগরনো-কারাবাখে চলছে সংঘর্ষ ২৭ সেপ্টেম্বর থেকে নাগরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগরনো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভ‚খÐ বলে স্বীকৃত। কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়ার উদ্যোগে দুইদফা যুদ্ধবিরতি হয়েছে কিন্তু একবারও তা পুরোপুরি বাস্তবায়িত হয় নি। অবশ্য, এখনো শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে, আর্মেনিয়াকে অবশ্যই তাদের দখলে থাকা আজারবাইজানের ভ‚মি ফেরত দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দুদেশের মধ্যে চলমান যুদ্ধকে বেদনাদায়ক এবং এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন তিনি। খবর ইরনার। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের জনগণ ও মুসলিম উম্মাহর উদ্দেশে তিনি এ কথা বলেন। ভাষণে আজারবাইজান ও আর্মেনিয়া সংঘাতের ব্যাপারে তার অবস্থান তুলে ধরেন খামেনি। তিনি বলেন, যত দ্রæত সম্ভব এ সংঘাতের অবসান ঘটা উচিত এবং আর্মেনিয়াকে অবশ্যই তাদের দখলে থাকা ভ‚মি আজারবাইজানকে ফেরত দিতে হবে। এটি আজারবাইজানের অধিকার। সেই সঙ্গে এই ভ‚খÐে যেসব আর্মেনীয় জনগোষ্ঠী বসবাস করেন তাদের অধিকারও সমুন্নত রাখতে হবে। রয়টার্স, ইরনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন