সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

মাওনা-কালিয়াকৈর রাস্তার উন্নয়ন চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৮, ১২:০০ এএম

মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর সড়কটি গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলার একমাত্র সংযোগ সড়ক। অবহেলা আর গুরুত্বহীনতার ক্ষত নিয়ে রাস্তাটি কয়েক লাখ মানুষের স্বাস্থ্য ঝুঁকির এক মরণফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তার পাশে রয়েছে অনেক রফতানিমুখী শিল্পকারখানা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। এই রাস্তাটিতে যে কোনো বাহনে চড়ে চলাচলকারী যাত্রীরা নানা ধরনের শারীরিক ব্যথা ও মেরুদÐের অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছে প্রতিনিয়ত। রাস্তাটির বেশিরভাগ জায়গার কার্পেটিং উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা আসন্ন বর্ষার আগেই মেরামত না হলে বিরাট জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশার অন্ত থাকবে না। সেই ভাঙা রাস্তার সামান্যও মেরামত না হওয়ায় দুশ্চিন্তার শেষ নেই এই বৃহৎ জনগোষ্ঠীর। খানাখন্দে ভরা রাস্তাটিতে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাচ্ছে মানুষ, বিকল হচ্ছে যানবাহন। এতে বাড়তি খরচ হচ্ছে যানবাহন মালিকদের। এই রাস্তাটির বিকল্প না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে সাধারণ মানুষ। শিক্ষার্থী, কলকারখানার শ্রমিক, চলাচলকারী যাত্রী ও স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় এনে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংশ্নিষ্ট প্রশাসন দ্রæতই মেরামত ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করবে- এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সাধারণ মানুষের।

প্রকৌশলী সাব্বির হোসেন
শ্রীপুর, গাজীপুর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন