শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

একসঙ্গে কাজ করতে হবে
দেশের উন্নয়নমূলক যেকোনো কাজ কারো একার পক্ষে সম্ভব নয়। কথায় আছে, দশের লাঠি একের বোঝা। দশে মিলে যে কাজ করা হয়, তা একের জন্য অনেক কঠিন। একের পক্ষে সম্ভব না-ও হতে পারে। আমাদের দেশ যেহেতু গণপ্রজাতন্ত্রী দেশ, সেহেতু সরকার ও নাগরিক একত্রে কাজ করলে দেশের উন্নয়ন খুব সুন্দর ও সহজভাবে করা যাবে। যে দেশের জনগণ যত কর্মঠ সে দেশ তত উন্নত। দেশের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যাঁরা দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত তাঁরা একাই দেশের তরে কাজ করেন; কিন্তু যাঁরা নির্বাচিত হতে পারেননি দেশের উন্নয়নমূলক কাজে তাঁরা এগিয়ে আসেন না। আমাদের দেশের মানুষ দেশের চেয়ে দলকে বেশি প্রাধান্য দেয় বলে আজ দেশের এই অবস্থা। আমরা যদি সবাই মিলে একসঙ্গে দেশের জন্য কাজ করি, তাহলে আমাদের দেশ উন্নত হবেই। সব সময় স্মরণে রাখা উচিত যে দল যার যার দেশ সবার। আমাদের ভেতর কোনো হিংসা থাকা ঠিক নয়। তাই দেশের স্বার্থে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে।
মকবুল হামিদ
চাঁদপুর সরকারি কলেজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন