একসময় যে স্টুডিওতে সিনেমার শূটিং, ডাবিং, এডিটিং হতো সেটি এখন মসজিদে পরিণত হয়েছে। চলচ্চিত্রের বিখ্যাত স্টুডিও হিসেবে পরিচিত ছিল তেজগাঁও পূর্ব তেজতুরীবাজারে অবস্থিত বারী স্টুডিও। এফডিসির পর এটিই একসময় ছিল পরিচালক ও কলাকুশলীদের সিনেমা নির্মাণের পছন্দের স্টুডিও। ঢাকার দ্বিতীয় বেসরকারি এই স্টুডিওটি প্রতিষ্ঠা করেছিলেন চলচ্চিত্র ব্যবসায়ী এম এ বারী। ১৯৭০ সালে তিনি তেজতুরীবাজারে এই স্টুডিও প্রতিষ্ঠা করেন। ষাট থেকে নব্বইয়ের দশক পর্যন্ত এখানে প্রায় পাঁচশ সিনেমার কাজ হয়েছে। ২০০০ সাল পর্যন্ত চলচ্চিত্র ও নাটকের কাজ হয়েছে। তারপর বন্ধ করে দেয়া হয় এই ঐতিহ্যবাহী স্টুডিওটি। এখন এটিকে মসজিদে রূপান্তর করা হয়েছে। নাম দেয়া হয়েছে মসজিদুল বারী তায়ালা। মসজিদে একজন ইমাম, মোয়াজ্জেম, আরবি শিক্ষকসহ ছয় জন রয়েছে। সবার খরচ বহন করেন বারী সাহেবের বড় ছেলে ইসমাইল হোসেন মাসুদ। নিজ খরছে মাসুদ মসজিদটি গড়ে তুলেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন