শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মার্কিন টিভি সিরিজে এফবিআই এজেন্টের ভূমিকায় বীর দাস

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ১২:০০ এএম

‘কোয়ান্টিকো’তে প্রিয়াঙ্কা চোপড়ার এফবিআই এজেন্ট অ্যালেক্স প্যারিশের ভূমিকায় সফল অভিনয়ের পর আরেক বলিউড অভিনয়শিল্পী বীর দাস এফবিআই এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন। তিনি এরই মধ্যে এবিসি নেটওয়ার্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। জানা গেছে ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত কমেডি-ড্রামা (ড্রামেডি) ‘হুইস্কি ক্যাভালিয়ার’ সিরিজে অভিনয় করবেন।
এটি কঠিন আর কোমলে মেশানে এফবিআই সুপার-এজেন্ট উইল চেজের গল্প যার সাংকেতিক নাম হুইস্কি ক্যাভালিয়ার; এই ভূমিকায় অভিনয় করবেন স্কট ফোলি। এক ঘণ্টার সিরিজটিতে বীর দাস অন্যতম প্রধান চরিত্র জয় দত্ত’র ভূমিকায় অভিনয় করবে। বলা যায় তিনি অলক্ষ্যেই এই বছরের প্রথম দিকে প্রাগে সিরিজটির পাইলট (পরীক্ষামূলক) পর্বের জন্য তিন সপ্তাহ শুটিংয়ে অংশ নিয়েছেন। পাইলট পর্ব দেখে এবিসি নেটওয়ার্ক প্রচারের জন্য গ্রহণ করে।
বীর জানান পাইলটের শুটিংয়ে অংশ নিয়ে খুব আনন্দ পেয়েছেন। তিনি জানান নাটকীয়তা আর হাস্যরসের পাশাপাশি সিরিজটিতে শ্বাসরুদ্ধকর অ্যাকশনও আছে।
তিনি জানান যুক্তরাষ্ট্র সফরের সময় সিরিজটির নির্মাতাদের সঙ্গে তার আলাপ হয়।
সিরিজটির নিয়মিত প্রচার শুরু হবে ২০১৯ সালে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন