মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কৃষকের ঈদ আনন্দ এবার সিরাজগঞ্জের তাড়াশে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১২:০০ এএম

শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ঈদে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার ধারণ করা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। শাইখ সিরাজ বলেন, চলনবিল এলাকায় কৃষি বৈচিত্রের সাথে জড়িয়ে আছে লোকজ সংস্কৃতির বহুমাত্রিক উপকরণ। গ্রামীণ সংস্কৃতির নানা ধারা ও কৃষকের যাপিত জীবনের গল্পের বুননে সমৃদ্ধ করার প্রচেষ্টা এবারের কৃষকের ঈদ আনন্দ। এবারও কৃষকের ঈদ আনন্দে থাকবে নতুন অনেক খেলা ও গল্পের আয়োজন। বালিশ লড়াই, তৈলাক্ত কলাগাছে ওঠা, পাওয়ার টিলার রেসের পাশাপাশি মামা-ভাগ্নের অবাক দৌড়, বর সাজবে বৌয়ের হাতে, চাড়ি বাইচ, বল গড়িয়ে কোথায় যায় দৌড়ে ধরি তিনজনায় নামের বিচিত্রসব খেলা থাকবে এবারের আয়োজনে। থাকবে দেশ-বিদেশের কৃষি ও কৃষককে নিয়ে নানা প্রতিবেদন। ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি ঈদ-উল-ফিতরের পরদিন বেলা সাড়ে ৪টায় চ্যানেল আইতে প্রচার হবে।
ছবিঃ কৃষকের ঈদ আনন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন