শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাইজভান্ডারী রাউজান সর্তারকুল দায়রা শাখার ইফতার সামগ্রী বিতরণ

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান সর্তারকুল দায়রা শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল গত রোববার মুহাম্মদ জয়নালের সভাপতিত্তে অনুষ্টিত হয়। শাখার সেক্রেটারী মুহাম্মদ মামুনের পরিচালনায় প্রধান অথিতি ছিলেন উপজেলা কমিটির সভাপতি মাষ্টার জাকের হোসেন।বিশেষ অথিতি ছিলেন ইউছুপ আলম,রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিউল আলম,সাংবাদিক এম বেলাল উদ্দিন,মাইজভান্ডারী একাডেমির সদস্য মুহাম্মদ মনসুর আলম। উপস্তিত ছিলেন নাজিম উদ্দিন,সাংবাদিক সাজ্জাদ হোসেন। তকরির করেন মাইজভান্ডারী গবেষক মৌলানা কে এম বেলাল হোসেন। আখেরী মোনাজাত করেন আল্লামা বাহা উদ্দিন ওমর। এতে ৫০ জন দুস্থদের হাতে ইফতার সামগ্রী প্রদান করেন অথিতিবৃন্দ।
রাউজান উপজেলা পরিষদের বাজেট ঘোষণা
রাউজান উপজেলা পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় ৩ কোটি ৮লাখ ৬ হাজার ৫২৪ টাকার লিখিত এ বাজেট পেশ করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা। যা গত ২০১৭-১৮ তে ছিল ২ কোটি ১১ লাখ ৩০ হাজার ২০৩ টাকা। বাজেট অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট অনুষ্টানে উপস্তিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগ,মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা,ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সহ সরকারী কর্মকর্তা ও স্থানীয় কর্মরত জাতীয়, আঞ্চলিক,অনলাইনের পত্রিকার সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার হুশিয়ারী করে জানান, বাজেট সভায় ২ ইউপি চেয়ারম্যান ছাড়া অন্য ১১ জন চেয়ারম্যান অনুপস্থিত থাকায় তাদের সমস্ত বরাদ্ধ বন্ধ থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন