শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শিল্পকলা পদক পেলেন সাত গুণী ব্যক্তিত্ব

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ৮:৪৩ পিএম

বিনোদন রিপোর্ট: দেশের শিল্প-সংস্কৃতিতে অবদানের জন্য সাত গুণী ব্যক্তিত্বকে শিল্পকলা পদক ২০১৭ প্রদান করা হয়েছে। গত সোমবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ পদকপ্রাপ্তদের হাতে এই পদক তুলে দেন। এবারের পদকপ্রাপ্তরা হলেন মিহির পাল (কণ্ঠসংগীত), মোহাম্মদ আলাউদ্দিন মিয়া (যন্ত্রসংগীত), এসএম মহসীন (নাট্যকলা), কাঙ্গালিনী সুফিয়া বেগম (লোক সংস্কৃতি), চন্দ্র শেখর দে (চারুকলা), নাসির আলী মামুন (ফটোগ্রাফি) ও শর্মিলা বন্দোপাধ্যায় (নৃত্যকলা)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণী শিল্পীদের হাতে পদক তুলে দেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনা ও পদক প্রদান শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ অ্যাক্রোবেটিক শো অনুষ্ঠিত হয়। পদকপ্রাপ্তরা প্রত্যেকে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা ও সনদ পান। উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে শিল্পকলা পদক প্রদান করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন