শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

তিন মাসে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ১৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ১০:১৬ পিএম

চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ে ৪০৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০ হাজার ৫২১ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে আগের বছর একই সময়ের চেয়ে ১৭ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে বলে বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে হয়েছে। নিবন্ধিত এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে টেক্সটাইল শিল্প খাত থেকে। মোট প্রস্তাবনার ২৭ দশমিক ৩৫ শতাংশই টেক্সটাইল খাতের। এছাড়া সেবাখাতে ২১ শতাংশ, রাসায়নিক শিল্পখাতে ২০ শতাংশ, ইঞ্জিনিয়ারিং শিল্পখাতে নয় শতাংশ, ট্যানারি ও লেদারখাতে এক শতাংশ বিনিয়োগ প্রস্তাব এসেছে। শিল্পখাতে এসেছে ২১ শতাংশ বিনিয়োগ প্রস্তাব। যা বাস্তবায়িত হলে ৬৪ হাজার ৮৪৩টি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে বিডা। বিশ্লেষণে দেখা যায়, এসব প্রস্তাবের মধ্যে ৩৭৩টি এসেছে দেশীয় শিল্পোদ্যোক্তাদের কাছ থেকে। এছাড়া ১৫টি শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ও ২০টি দেশ বিদেশি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিনিয়োগ প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন