জবির আবাসন সঙ্কট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রায় ১৯ হাজার শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো আবাসন। ২০০৫ সালের ২০ অক্টোবর পুরান ঢাকার সদরঘাটে বিশ্ববিদ্যালয়টি (কলেজ থেকে বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠার শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীরা হলো উৎখাত। নতুন হল নির্মাণের মাধ্যমে আবাসন সংকটের দাবি জানিয়ে আসছে। উল্লেখ্য, জবির পুরনো ১২টি হল থাকলেও নানা জটিলতায় উদ্ধার করা সম্ভব হয়নি। প্রশাসন শুধু আবাসন সংকট সমাধানের বিভিন্ন রকম আশ্বাস দিয়ে গেছেন। বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। স¤প্রতি বিশ্ববিদ্যালয় স্থানান্তর, সমপ্রসারণ ও আবাসন সমস্যার সমাধানে ঢাকার অদূরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে প্রায় ২০০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টির জন্য সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। কেরানীগঞ্জের এই জায়গায় ২০১৮ সালের শুরুর দিকে ক্যাম্পাস স¤প্রসারণসহ শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানে নতুন হল নির্মাণের কথা। কিন্তু এখনও কাজ শুরু হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না।
সাধন সরকার
ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
চালের মূল্য কমাতে হবে
চাল নিয়ে চালবাজির কথা আমরা প্রায়ই শুনে থাকি। শুধু শুনেই থাকি না, চোখের সামনে নিত্যদিন দেখেও থাকি। চালের মূল্য দিনের পর দিন বেড়েই চলছে। চালের বর্তমান বাজারমূল্যের দিকে নজর দিলে আমরা এর প্রমাণ পাব। বর্তমানে চালের বাজারমূল্য এমন যে, নাজির প্রতি কেজি ৭৩ টাকায়, এক নম্বর মিনিকেট প্রতি কেজি ৬২ টাকায়, বি আর-২৮ প্রতি কেজি ৫৫ টাকা, স্বর্ণা ও পারিজাত প্রতি কেজি চালের মূল্য ৪৫-৪৬ টাকায় বিক্রি হচ্ছে। দিন দিন যদি এমনভাবে চালের দাম বৃদ্ধি পায়, তাহলে গরিব-অসহায় লোকেরা কীভাবে চাল কিনবে। ফলে তারা না খেয়ে মারা যাবে। চাল নিয়ে চালবাজি বন্ধে দ্রæত পদক্ষেপ এবং স্বল্পমূল্যে চাল সরবরাহ করার ব্যবস্থা হোক।
মকবুল হামিদ
বাংলা অনার্স, চাঁদপুর সরকারি কলেজ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন