রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পরমাণু : দ্য স্টোরি অফ পোখরান

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

এই গল্পের শুরু ১৯৯০ দশকে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে চীনের ৪৩ বার পারমাণবিক অস্ত্র পরীক্ষার এক আলোচনা থেকে। জুনিয়র আমলা অশ্বত রানা (জন এব্রাহাম) ভারতের পারমাণবিক কার্যক্রম নিয়ে এক অব্যর্থ পরিকল্পনা করে। তবে তার এই পরিকল্পনা খুব বেশি কেউ জানতে পারে না। এর পরও সে হাল ছাড়ে না। তার অংশগ্রহণ ছাড়াই তার পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা চালানো হয় এবং তা ব্যর্থ হয়। স্বাভাবিকভাবে সব দোষ তার ওপর চাপানো হয় এবং সে পদচ্যুত হয়। সে শিক্ষক হিসেবে তার জন প্রশাসনের কাজ অব্যাহত রাখে। একসময় প্রধানমন্ত্রীর প্রধান সচিব হিমাংশু শুক্লা (বোমান ইরানি) তার সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ প্রকল্পটি আবার শুরু করার প্রস্তাব দেয়। দেশের প্রতি প্রেম প্রমাণের সুযোগ পায় অশ্বত। স্বপ্নের এক দল গঠন করে সে রাজস্থানের পোখরানে একাধিক পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের পরিকল্পনা করে। কিন্তু এই কাজটি তাদের করতে হবে মার্কিন উপগ্রহের চোখকে ফাঁকি দিয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন