দক্ষিণ ধর্মপুর মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ ধর্মপুরস্থ হাজি আব্দুল মালেক মার্কেটে শাখার কার্যালয়ে গত শুক্রবার বাদে আছর হইতে মাসিক তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ ও পবিত্র মাহে রমজানের তাৎপর্ষ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল শাখার সভাপতি জাহেদুল আলম জাহেদ এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে আলোচক ছিলেন বিশিষ্ট সংগঠক মৌলনা আব্দুল্লাহ্ আল মামুন। সাংগঠনিক সম্পাদক সাব্বির আলমের পরিচালনায় ও শায়ের সৈয়দ জিয়া উদ্দীনের গজলের মধ্য দিয়ে অনুষ্টিত মাহফিলে অন্যান্যদের মধ্য উপস্তিত ছিলেন উপদেষ্টা মুহাম্মদ নুরু,প্রবাসী সালাহউদ্দীন,আলী আজম,সংগঠনের সহ-সভাপতি শাহদাত হোসেন তানবীর,সাধারন সম্পাদক জাহেদুল আলম মাসুদ,সাইফুদ্দীন চিসতি,মৌলনা ইকবাল হোসেন,মৌলনা সাইফুল ইসলাম,জাহেদ,শাহেদ,সাকিব প্রমুখ। পরে মিলাদ ক্বিয়ামের মধ্যদিয়ে মোনাজাত করেন মৌলনা আব্দুলাহ্ আল মামুন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন