মাগুরা পুলিশ লাইলে মাগুরা জেলা পুলিশের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত বুধবার সন্ধ্যায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা জেলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মাদ রেজোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল খান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল শালিখা উপজেলা চেয়ারম্যান এড. কামাল হোসেনসহ রাজনৈতিক সামাজিক নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে মাগুরার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বফিতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন্স জামে মসজিদেও পেশ ইমাম হাফেজ খলিলুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন