শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

পতিত জমি চাষাবাদের উদ্যোগ নিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের মেঘনাতীরে কাকরিয়ার চরের প্রায় ১৫০ একর ফসলি কৃষি জমি দুই বছর ধরে পতিত অবস্থায় আছে। নিজ জমিতে ফসল না করতে পেরে অনেক প্রান্তিক কৃষক ঋণগ্রস্ত ও হতাশ হয়ে পড়ছে। কৃষকদের দাবি, সেচের পানির অভাবে জমিগুলোতে দুই বছর ধরে কোনো আবাদ করা যাচ্ছে না। সেচের পানি পেলে জমিগুলোতে বিপুল পরিমাণ বোরো ধানসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে নিজেদের প্রয়োজন মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা যেত। মেঘনাতীরের এই চরে পানি সেচের জন্য মেশিন বসালে পাইপসহ সব যন্ত্রপাতি চুরি হয়ে যায়। কে বা কারা এই স্কিমের সেচ মেশিন চুরি করে, তা ওই গ্রামের কৃষকরা জানলেও মুখ খোলে প্রকাশ করে না, পরে ওই দস্যুচোরদের দ্বারা আক্রমণের ভয়ে। ফলে নতুন চরের প্রায় ১৫০ একর ফসলি জমি দুই বছর ধরে ফসলহীন। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন মেঘনাপাড়ের চরের অসহায় কৃষকরা।
এম. মনসুর আলী
অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

গ্রামে উন্নয়ন চাই
গ্রামীণ অর্থনীতি মুখ থুবড়ে পড়লে দেশের সামগ্রিক উন্নয়ন ব্যাহত হবে। প্রতিটি গ্রামে যদি ছোট ছোট উৎপাদনমুখী কুটির শিল্প গড়ে তোলা যায়, তাহলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে; অন্যদিকে শহরে মানুষের চাপ কমে আসবে। একটি পরিবার গ্রামেই যদি সব ধরনের সুবিধা পায়, সে পরিবার শহরে যাওয়ার কথা চিন্তা করবে না। এতে শ্রমের সুষ্ঠু ব্যবহার হবে এবং স্থানীয় সম্পদেরও সুষ্ঠু ব্যবস্থাপনা হবে। গ্রাম থেকে যে মানুষগুলো শহরে কাজের জন্য আসে, সেই মানুষগুলোর নিত্যপ্রয়োজনীয় খাবারসামগ্রী ও অনেক কিছুই গ্রাম থেকে শহরে নিয়ে আসতে হয়। ফলে এই পণ্যে পরিবহন খরচ যুক্ত হয়, যা আমাদের ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেয়। শহরের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে গেলে গ্রামীণ অর্থনীতি ও সাধিত হবে সামগ্রিক উন্নতি। বিশেষত যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগ আমাদের গ্রামে দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। সবার সমন্বিত প্রয়াস শহর ও গ্রামকে একসঙ্গে উন্নয়নের শিখরে পৌঁছে দেবে, এমন স্বপ্ন দেখে গ্রামে থাকা ১০ কোটি মানুষ।
প্রকৌশলী সাব্বির হোসেন
শ্রীপুর, গাজীপুর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন