শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম

লাইলাতুল কদর : একটি সমীক্ষা

এ. কে. এম. ফজলুর রহমান মুন্শী | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ১১:৫৩ পিএম | আপডেট : ৯:৫৪ এএম, ৮ জুন, ২০১৮

লাইলাতুল কদর নামের সাথে পরিচিত নয় এমন মুসলামন খুঁজে পাওয়া মুস্কিল। কারণ, ইসলামী জীবন ব্যবস্থার একটি বিশেষ আনুষ্ঠানিকতা এই নামের সাথে অষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে।
লাইলাতুল কদরের অর্থ ও মর্ম: লাইলাতুল কদর রাত্রির অর্থ কি? ইহা বলতে কি বুঝায়? এ প্রসঙ্গে আল্লামা বদরউদ্দীন আইনী রহ. বলেছেন, লাইলাতুল কদর বলতে এমন রাত্রি বুঝায় যাতে যাবতীয় কর্মকাÐের পরিমাণ নির্ধারণ করা হয়। এর চ‚ড়ান্ত রূপ দান করা হয় এবং এক বছরের জন্য মহান আল্লাহ পাক এই রাে সকল বিধান ও মর্যাদার ফয়সালা নিষ্পন্ন করেন। এ প্রসঙ্গে ইমাম যুহরী রহ. বলেছেন, এই রাতটি নিজস্ব মাহত্ম্য, উচ্চমান-মর্যাদা এবং মাহাত্ম্যের জন্য এর নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর। আবু বকর আল ওয়াররাক রহ. বলেছেন, এই রাতের নাম কদর রাত রাখা হয়েছে এ জন্য যে, যে ব্যক্তি মান-মর্যাদা সম্পন্ন নয় সে যদি যথাসময়ে এ রাতে জাগ্রত থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে নিমগ্ন হয় তাহলে সেও সম্মান ও মর্যাদাবান হয়ে যাবে। আবার কেউ কেউ বলেছেন, এই নামকরণের কারণ হলো এই রাতে মুমিন-মুসলমানগণ যে সকল নেক আমল করে আল্লাহ পাকের তা গৃহীত হওয়ার কারণে তারা সমধিক মূল্য ও মর্যাদার অধিকারী হয়ে থাকেন। কেউ কেউ বলেছেন, আল্লাহ পাকের মর্যাদাবান কিতাব আল কোরআন এই রাতে নাযিল হয়েছে বিধায় এই রাতের নামকরণ করা হয়েছে কদর রাত্রি। সহল ইবনে আব্দুল্লাহ রহ. বলেছেন, মহান আল্লাহ পাক এই রাতে মুমিন বান্দাদের প্রতি রহমত ও মাগফেরাত বর্ষণের পরিমাণ নির্ধারণ করেন এবং এই রাতে আল্লাহ পাক পরবর্তী এক বছরের নিয়ম বিধানের চ‚ড়ান্ত ব্যবস্থার করেন বলেই এর নামকরণ করা হয়েছে কদর রাত্রি।
কদর রাত্রি কবে? এ প্রসঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রা. হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় তারিখের রাতগুলোতে কদর রাত্রির সন্ধান কর। -সহীহ বুখারী। এই হাদীসে কদর রাত খুঁজে বের করার কথা বলা হয়েছে। এতে দু’টি দিক নির্দেশনা লাভ করা যায়। একটি হলো এই রাতটি রমজান মাসের শেষ দশকের কোনো একটি রাত হবে। আর দ্বিতীয়টি হলো রামজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোর কোনো একটি রাত হবে। শেষ দশকের বেজোড় রাত বলতে: ২১, ২৩, ২৫, ২৭, ২৯ তারিখের রাত বুঝায়। সুতরাং এই রাতগুলোর কোনো একটি রাত কদর রাত হবে। সুতরাং কদর রাত পাওয়ার আশায় মুমিন মুসলমানদেরকে উল্লিখিত পাঁচটি বেজোড় রাত্রে এবাদত বন্দেগী বেশি বেশি করা।
সূরাতুল কদর: লাইলাতুল কদর এর মর্যাদা ও মাহাত্ম্য বিবৃত করে আল কোরআনে একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়েছে। কোরআনুল কারীমের ৯৭ তম সূরা নাযিল হয়েছে। কোরআনুল কারীমের ৯৭ তম সূরা হচ্ছে সূরা কদর। এই সূরায় মোট পাঁচটি আয়াত আছে এবং একটি রুকু আছে। এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। এই সূরায় ৩১ টি শব্দ রয়েছে এবং এর অক্ষর সংখ্যা ১১৬। সূরাটির বাংলা অনুবাদ: ‘দয়াময় ও পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। ১. আমি ইহা (আল কোরআন) এক মহামান্বিত রজনীতে অবতীর্ণ করেছি। (অর্থাৎ কদর এর রাত্রিতে আল কোরআনকে লাওহে মাহফুজ হতে প্রথম আকাশের বাইতুল ইজ্জতে নাযিল করা হয়)। ২. আর (হে মোহাম্মদ সা.), তুমি কি জান মহিমান্বিত রজনী কী? ৩. মহিমান্বিত রজনী হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। ৪. সে রাত্রিতে ফিরিশতাগণ ও জিবরাইল ফিরিশতা প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। ৫. সেই রজনী শান্তিই শান্তি, উষার আবির্ভাব পর্যন্ত।’ এই সূরায় সুস্পষ্টবাবে তিনটি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। প্রথমত: কদর রাত হাজার অপেক্ষা শ্রেষ্ঠ। কোনো বান্দাহ এক নাগাড়ে হাজার মাস এবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব লাভের অধিকারী হয়, শুধুমাত্র কদর রাতের এবাদতে একজন বান্দা সে পরিমাণ সওয়াব লাভে কৃতার্থ হতে পারে। দ্বিতীয়ত: এই রাতে জিবরাইল ফিরিশতা ও তার সহযোগী রহমতের ফিরিশতাগণ আল্লাহ পাকের নির্দেশক্রমে ক্রত্যেক কাজ সম্পন্ন করার জন্য অবতীর্ণ হয়। তৃতীয়ত: এই রাত্রিতে উষার আবির্ভাব পর্যন্ত এবাদতগুজার বান্দাদের প্রতি ও অন্যান্য সৃষ্টিকুলের প্রতি শান্তি ও স্বস্তি ও নিরাপত্তারমূলক রহমত অবিরত ধারায় বর্ষিত হতে থাকে। অতএব এমন একটি মর্যাদাবান ও মহিমান্বিত রজনীকে হেলায় উপেক্ষা করা মোটেই সমীচীন নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোজাম্মেল হক ৮ জুন, ২০১৮, ২:১১ এএম says : 0
এমন একটি মর্যাদাবান ও মহিমান্বিত রজনীকে হেলায় উপেক্ষা করা মোটেই সমীচীন নয়।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন