সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দিন
বিশ্ব উষ্ণায়নের চোখ রাঙানির মাঝে সৌরবিদ্যুতের বিকল্প আর যে কিছুই নেই। এটাই সবচেয়ে পরিবেশবান্ধব। তাই বাংলাদেশকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য প্রতিটি জেলা পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা গেলে দেশের জন্য মঙ্গল। এতে সামগ্রিক বিল বিদ্যুৎ বিলের চেয়ে ৪০ শতাংশ কমে যাবে। গ্রাহকদের জন্যও হবে সুবিধাজনক। আমরাও পাব একটি পরিবেশবান্ধব দেশ। সুতরাং পরিবেশ রক্ষার জন্য ও গ্রাহকদের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষকে সৌরবিদ্যুতের ওপর বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি।
লিয়াকত হোসেন খোকন, ঢাকা।
ভূমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনে বৈষম্যমূলক শুল্ক ফি
রিয়েল স্টেট প্রতিষ্ঠানগুলোর ব্যবসা গত কয়েক বছর ধরে ভালো যাচ্ছে না। বিশ্ব অর্থনৈতিক মন্দা, বাংলাদেশে ভূমির উচ্চমূল্য এবং ফ্ল্যাট নিবন্ধনের ওপর উচ্চহারে মূল্য সংযোজন কর, মূলধনী লাভ এবং নিবন্ধন ফি দায়ী। অর্থ বিল বা বাজেট ২০১৫-১৬-তে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ১১০০ বর্গফুট পর্যন্ত আয়তনের ক্ষেত্রে ভূমি ও ফ্ল্যাটের মূল্যের ওপর ১.৫ শতাংশ হারে, ১৬০০ বর্গফুট পর্যন্ত ফ্ল্যাটের আয়তনের ক্ষেত্রে ২.৫ শতাংশ হারে এবং ১৬০০ বর্গফুটের বেশি আয়তনের প্লটের ক্ষেত্রে ৪-৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর ধার্য করা হয়েছে। পাঁচ শতাংশ হারে রেজিস্ট্রেশন ফি, পাঁচ শতাংশ হারে মূলধনী লাভ এবং পাঁচ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি পরিশোধ করে রেজিস্ট্রেশন করতে হয়। কোনো লোক যখন ভূমি ক্রয় করে, রেজিস্ট্রেশন করে তাকে মূল্য সংযোজন কর প্রদান করতে হয় না। কোনো ভূমি মূল্যের ওপর পাঁচ শতাংশ হারে রেজিস্ট্রেশন ফি, পাঁচ শতাংশ হারে মূলধনী লাভ এবং পাঁচ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি পরিশোধ করতে হয়। যখন ওই লোক তার ক্রয়কৃত ভূমির ওপর ইমারত নির্মাণ করেন, তার নির্মাণ ব্যয়ের ওপর পৃথকভাবে মূল্য সংযোজন কর, রেজিস্ট্রেশন ফি, মূলধনী লাভ এবং স্ট্যাম্প ডিউটি প্রদান করতে হয় না। বর্তমানে আবাসগৃহ নির্মাণে উপযুক্ত ভূমির মূল্য অত্যন্ত বেশি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ লোক ভূমি ক্রয় করে ইমারত নির্মাণ করতে পারে না। এমন অবস্থায় লোকেরা একই ভূমির ওপর নির্মিত ইমারতে একাধিক ফ্ল্যাট থেকে একটি ফ্ল্যাট ক্রয়ের চেষ্টা করছে। যারা ফ্ল্যাট ক্রয় করেন তাদেরকে সংশ্নিষ্ট ফ্ল্যাটের জন্য ভূমির অংশের এবং ফ্ল্যাট উভয় মূল্যের ওপর মূল্য সংযোজন কর, রেজিস্ট্রেশন ফি, কর এবং স্ট্যাম্প ডিউটি প্রদান করে মালিকানা রেজিস্ট্রেশন করতে হয়। এ ব্যবস্থাটি বৈষম্যমূলক।
মো. আশরাফ হোসেন, রমনা, ঢাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন