রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

ঈদ, বিশ্বকাপ ফুটবল : ওয়ালটন টিভি বিক্রির ধুম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৭:৫৬ পিএম, ১৮ জুন, ২০১৮

বিশ্বকাপ লগো


১৪ জুন, বৃহস্পতিবার শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। যাকে বলা হয় দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ। এর দুএক দিন পরই মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দুটি বিষয়ই আনন্দ বিনোদনের সবচেয়ে বড় উৎস। এই বিনোদনের অবিচ্ছেদ্য অংশ টেলিভিশন। আর তাই ব্যাপক বেড়েছে ওয়ালটনের এলইডি এবং স্মার্ট টেলিভিশন বিক্রি। মডেলভেদে ৫ হাজার টাকা পর্যন্ত দাম কমিয়েছে ওয়ালটন। ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় চলছে নিশ্চিত ক্যাশব্যাক, সুযোগ রয়েছে ফ্রিজ-টিভি-এসি ফ্রি পাওয়া এবং আমেরিকা ও রাশিয়া ভ্রমনের।
ওয়ালটনের বিক্রয়কর্মীরা জানান, ফুটবল বিশ্বকাপ এবং ঈদ ঘিরে টেলিভিশন বিক্রির ধূম পড়েছে। বাজারে ওয়ালটন ছেড়েছে সাশ্রয়ী মূল্যের শতাধিক বৈচিত্র্যময় মডেলের এলইডি, ফুল এইচডি, এইচডি, ফোর-কে ও স্মার্ট টেলিভিশন। এসব টেলিভিশনের ডিজাইন ও কালারে আনা হয়েছে বৈচিত্র্য। পাশাপাশি মডেলভেদে টিভির দাম ৫ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে দেশীয় প্রতিষ্ঠানটি। বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন আমেরিকা, রাশিয়া ভ্রমণের সুযোগ কিম্বা ফ্রিজ, টিভি ও এসি সম্পূর্ণ ফ্রি। তবে এসব সুযোগ না পেলেও মিলছে দুই হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। ওয়ালটন টেলিভিশনে রয়েছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, দুই বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি ও পাঁচ বছরের ফ্রি সার্ভিসের সুবিধা। মূলত এসব কারনেই বেশিরভাগ ক্রেতা ভিড় করছেন ওয়ালটনের শোরুমে। তারা বেঁছে নিচ্ছেন সেরা দামে সেরা মানের টিভি। ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভি ডিরেক্টর উদয় হাকিম জানান, রোজার ঈদ ও ফুটবল বিশ্বকাপকে ঘিরে চলতি বছরের মে ও জুন মাসে প্রায় দেড় লাখ টিভি বিক্রির টার্গেট নেয়া হয়েছে। এরইমধ্যে গতমাসে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিভি বিক্রি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন