শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

অভিনব পোশাকে নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৭:৫৪ পিএম, ১৮ জুন, ২০১৮

বিশ্বকাপে অংশ নিতে অভিনব পোশাকে রাশিয়ার উদ্দেশ্যে গতকাল দেশ ত্যাগ করে নাইজেরিয়া ফুটবল দল। দেশ ছাড়ার আগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোষ্ট করে নাইজেরিয়া দল। ছবিতে দেখা যাচ্ছে বাঙ্গালিদের পাঞ্জাবি-পায়জামার মত দেখতে সাদা-সবুজ রং মিশ্রিত পোশাক, পায়ে স্টাইলিশ স্যান্ডেল এবং মাথায় ক্রিকেট আম্পায়দের মত টুপি পরে অভিনব সাজে বিশ্বকাপ মিশনে নেমেছে আফ্রিকান সুপার ঈগলরা। ইনস্ট্রাগ্রামে নাইজেরিয়া দলের অধিনায়ক জন ওবি মিকেল ছবির ক্যাপশনে লিখেছেন, ‘রাশিয়া আমরা আসছি।’ অভিনব এই পোশাক পছন্দ হয়েছে নাইজেরিয়ার ফুটবল ভক্তদের। ছবির কমেন্টে এক দর্শক লিখেছে, ‘তোমাদের দেখতে দারুন লাগছে। আমরা চমকে গেছি। আশা করবো বিশ্বকাপেও আমাদের চমকে দেবে পুরো দল। সবার জন্য শুভ কামনা রইল।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন