বিশ্বকাপের ঢেউ এসে লেগেছে ক্রিকেটারদের ঘরেও। একেকজন একেক দলের সমর্থক। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী যেমন ব্রাজিলের সমর্থক। এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি জানালেন তার পছন্দের দলের নাম। না, রাশিয়া বিশ্বকাপে আফ্রিদি ব্রাজিল কিংবা আর্জেন্টিনাকে সমর্থন করছেন না। বুমবুম তারকা জার্মান দলের সমর্থক। করাচিতে সংবাদমাধ্যমকে সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘জার্মানি আমার সব সময়ের পছন্দের দল। গত টুর্নামেন্টেও আমি এই দলের সমর্থন করেছি, এবারও করছি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন