শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

শুরুর দায়িত্ব পিতানার হাতে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৮, ১০:০৪ পিএম | আপডেট : ৭:৪৬ পিএম, ১৮ জুন, ২০১৮

আজ মাঠে গড়াচ্ছে ফুটবলের মহাযজ্ঞ রাশিয়া বিশ্বকাপ। এদিন মস্কোর লুজনিকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হচ্ছে স্বাগতিক রাশিয়া ও সউদী আরব। এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পড়েছে আর্জেন্টাইন রেফারি নেস্টর পিটানা’র উপর। তাকেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা।
এবার বিশ্বকাপে প্রথমবারের মত ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) পদ্ধতি ব্যবহৃত হবে। আর সেই প্রযুক্তি ব্যবহারে প্রথম ম্যাচে চারজন ভিএআর অফিসিয়ালের নেতৃত্বে থাকবেন ইতালির বিশেষজ্ঞ মাসিমিলিয়ানো ইরাতি। মাঠে রেফারি পিটানার দলের কোন ভুল সিদ্ধান্ত সঠিক করতেই ইরাতির নেতৃত্বাধীন ভিএআর দল কাজ করবে। ৪২ বছর বয়সী নেস্টর পিটানার ক্যারিয়ারে এটি দ্বিতীয় বিশ্বকাপ। চার বছর আগে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তিনি চারটি ম্যাচ পরিচালনা করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
হামিদুল হক ১৩ জুন, ২০১৮, ১০:৩০ পিএম says : 0
অনেক আনন্দি পড়তে পারায়।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন