শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

১৮ হাজার লিটার বিয়ার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ৯:৩২ পিএম | আপডেট : ৭:৩৬ পিএম, ১৮ জুন, ২০১৮

বিশ্বকাপে লড়াইয়ের আগে কোনো দলই নিজেদের প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না। খেলোয়াড়দের অনুশীলন থেকে বাসস্থান, পোশাক-পরিচ্ছদ, এমনকি খাবারও হয় পরিকল্পনামাফিক। বিশ্বজয়ের লক্ষ্যে জার্মানি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে রাশিয়ায়। বিমানযাত্রায় শুধু খেলোয়াড়দের সঙ্গে দু-এক লিটার নয়, পাক্কা ১৮ হাজার লিটার বিয়ার পাঠানো হয়েছে! এর সঙ্গে ৭০০ কেজি সসেজ আর ৩০০ কেজি আলু। জার্মান সংস্কৃতিতে বিয়ারকে খুব একটা নেতিবাচক চোখে দেখা হয় না। তাদের জন্য বিয়ার নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতিবার জার্মান লিগজয়ীরা বিয়ার ছিটিয়ে উদযাপন করে সবাই মিলে। শীতপ্রধান রাশিয়ার মাটিতে ১৮ হাজার লিটার বিয়ার কিংবা ৭০০ কেজি সসেজ, ৩০০ কেজি আলু তাদের বিশ্বজয়ের মুকুট ধরে রাখতে কতটা সাহায্য করে, সেটাই এখন দেখার বিষয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন