কাজানে ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে ২-১ গোলে জিতেছে দিদিয়ে দেশমের দল। অঁতোয়ান গ্রিজমান ফ্রান্সকে এগিয়ে নেওয়ার পর মাইল জেডিনাকের গোলে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। শেষটায় ম্যাচে পার্থক্য গড়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড পগবা।
প্রথমার্ধর ৪৫ মিনিট অগোছালো ফুটবল খেলে দু’দলই। দু-একটা বিচ্ছিন্ন আক্রমণ ছাড়া খুব একটা সমন্বয় চোখে পড়েনি গ্রিজমান-জিরুদ-পগবাদের ফুটবলশৈলীতে। গোলের দেখাও মেলেনি তাই।
তবে দ্বিতীয়ার্ধে দেখা মেলে কিছুটা গোছানো ফুটবলের। ম্যাচের ৫৫তম মিনিটে গ্রিজমানকে জশুয়া রিসডন ফাউল করলে পোনাল্টি পায় ফ্রান্স। ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল পেনাল্টি কিকে ৫৯তম মিনিটে দলকে এগিয়ে নেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড গ্রিজমান।
পরের মিনিটেই দ্বিগুণ হতে পারতো ব্যবধান। জটলা থেকে গ্রিজমানের শট ফিরে একজনের গায়ে লেগে।
৬২তম মিনিটে জেডিনাকের পেনাল্টি গোলে সমতা ফেরে ম্যাচে। লাফিয়ে উঠে সামুয়েল উমতিতি হেডের চেষ্টা করার সময় তার হাতে বল ছুঁয়ে গেলে পেনাল্টি পেয়েছিল অস্ট্রেলিয়া।
দুই পেনাল্টি গোলের মধ্যে পার্থক্য ১৮৭ সেকেন্ড। বিশ্বকাপের কোনো ম্যাচে এরচেয়ে কম সময়ে দুই দল পেনাল্টি থেকে গোল করতে পারেনি।
উত্তেজনা ছড়ানো কয়েকটা মিনিটের পর দারুণ জমে উঠে খেলা। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে ৮১তম মিনিটে ফ্রান্সকে এগিয়ে নেন পল পগবা। ডি বক্সের ভেতর থেকে তার শট আজিজ বেহিচের পা ছুঁয়ে ক্রসবারের নিচের দিকে লেগে গোললাইন অতিক্রম করে।
বাকি সময়ে দারুণ চেষ্টা করলেও গোলের দেখা পায়নি অস্ট্রেলিয়া। ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্সও।
আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। একই দিন পেরুর মুখোমুখি হবে ফ্রান্স।
মন্তব্য করুন