ঈদুল ফিতরের তিনদিন ছুটি শেষে আজ সোমবার থেকে খুলেছে সরকারি অফিস। তবে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার মতো প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়েও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার খুবই কম। কর্মচাঞ্চল্যহীন সচিবালয়ে প্রথম কর্মদিবস ঈদের আমেজ বিরাজ করছে।
সচিবালয়ে সরজমিনে দেখা যায়, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা সচিবালয়ে এসেই কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ের বারান্দা, সিড়ি, লিফট, সবত্রই ঈদ চলছে শুভেচ্ছা বিনিময়। একে অপরকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিচ্ছেন। ভেদাভেদ নেই কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন