শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

লুকাকু ঝলকে শুরু বেলজিয়ামের

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : কি অদ্ভুত বৈপরীত্য। বিশ্বকাপে ১৩বারের মত অংশ নিচ্ছে ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন নম্বর দল বেলজিয়াম; কিন্তু কোচ রবার্তো মার্টিনেজের অভিষেক বিশ্বকাপ এটি। পক্ষান্তুরে এবারই প্রথম বিশ্বকাপে খেলছে ৫৫ র‌্যাঙ্কধারী মধ্য আমেরিকার দেশ পানামা; কিন্তু দলটির কোচ দারিও গোমেসের তৃতীয় বিশ্বকাপ এটি। এই অভিজ্ঞতাই কি প্রথমার্ধে আটকে রেখেছিল মার্টিনেজকে?
সে যাই হোক, দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে ফিরে ঠিকই প্রত্যাশিত জয় তুলে নেয় মার্টিনেজের বেলজিয়াম। বরাবরই বিশ্বকাপে ডাক হর্স খ্যাত দলটি গতকাল পানামাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপের খোঁজে যাত্রা শুরু করেছে। প্রথমার্ধ খুববেশি সুবিধা করতে পারেনি রেড ডেভিলরা। পক্ষান্তরে পানামাকে দেখাচ্ছিল বেশ প্রাণোজ্জ্বল। কিন্তু বিরতির পর দেখা গেল ভিন্ন বেলজিয়ানমকে। জ্বলে উঠেন প্রথমার্ধে অনুজ্জ্বল কেভিন ডি ব্রাইন ও রোমেলু লুকাকু। ৪৭তম মিনিটে প্রথমে দ্রিয়েস মার্টিনেসের দুদান্ত ভলিতে এগিয়ে যাওয়া, এরপর লুকাকুর জোড়া গোল। ৬৯তম মিনিটে করা ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের গোলটি ডি ব্রæইনের মাপা ভলিতে হেড দিয়ে করা। ছয় মিনিট পর দারুণ পাল্টা আক্রমণে এডেন হ্যাজার্ডের বাড়ানো বল ক্ষিপ্রতার সঙ্গে জালে পাঠান লুকাকু।
‘জি’ গ্রæপের প্রথম ম্যাচ এটি। গ্রæপের অপর দুই দল তিউনিশিয়া ও ইংল্যান্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন