রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বুধবার থেকে দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানিয়ে বলেন, বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০ হাজার টাকা জমা দিয়ে দলীয় মনোনয়নপত্র নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। ২১ জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৫ হাজার টাকা জামানতসহ পূরণকৃত মনোনয়নপত্র জমা দিতে হবে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব বলেন।
এদিকে আসন্ন গাজীপুর সিটি নির্বাচনের পর অন্য তিন সিটিতে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে বিএনপি সূত্র জানিয়েছে। এ নিয়ে গতকাল জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে এসব ব্যাপারে আলোচনা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন