শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সার্বিক প্রস্তুতি নিতে হবে -বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ৫:৪৩ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিবৃতিতে বলেছেন, ভারি বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের পানির চাপে সিলেট এবং উত্তর বঙ্গে বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যার কারণে ভাটি অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশ কিছু লোকের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে আরো এলাকার জনজীবন বিপর্যস্ত হবে। এ পরিস্থিতিতে বন্যা দুর্গতদের সাহায্য সহযোগিতার জন্য সরকার, বিত্তশালী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলসমূহকে বন্যা দুর্গতদের পাশে দাড়ানো জরুরী হয়ে পড়েছে। দুর্গতদের উদ্ধার এবং তাদের আশ্রয় দেয়ার জন্য জরুরী ভিত্তিতে ত্রান মন্ত্রনালয় এবং জেলা প্রশাসকগণকে দ্রুত উদ্যোগ গ্রহণসহ আরো কঠিন পরিস্থিতির জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন