বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। শিক্ষার্থীরা বিভিন্ন নেশা ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এতে দেশ ও জাতি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই শিক্ষা ব্যবস্থা ও আগামী প্রজন্মকে বাঁচাতে হলে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার বিকল্প নেই। মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। তিনি গ্রেফতারকৃত আলেম-উলামা ও দলীয় নেতা কর্মীদের দ্রুত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। তিনি সংগঠনের নেতা কর্মীদেরকে সংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
তিনি আজ মঙ্গলবার পুরানা পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, নির্বাহী সদস্য মাওলানা সাব্বির আহমদ উসমানী, ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজী, সহ-সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, ঢাকা মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহীম সাঈদ, মদিনা শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত মিতুল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন