শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

স্কুল পরীক্ষায় ধর্মীয় বিষয় বাধ্যতামূলক করতে হবে - বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ৬:৫২ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, স্কুল পরীক্ষায় ধর্মীয় বিষয় বাধ্যতামূলক করতে হবে। না হয় শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করা ছেড়ে দিবে এবং গুরুত্বহীন হয়ে পড়বে। এতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে খারাপ প্রভাব পড়বে। তিনি আরও বলেন, যেভাবে জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলছে সেভাবে মানুষের আয় না বাড়ায় মানুষ দিশেহারা। সুতরাং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি সরকার ঘোষিত উত্তরাধিকার ডট বাংলা নামে যে ওয়েবসাইট করা হয়েছে তাতে মুসলিম আইন অনুযায়ী বন্টননীতি যথাযথ পরিপালনে দেশের শীর্ষ মুফতিদের সাথে সমন্বয় করার আহ্বান জানান।


তিনি আজ বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, যুগ্মমহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা কোরবান আলী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়মতুল্লাহ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া ও সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন