বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আজ শুক্রবার কারাবন্দি আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দর মুক্তির কামনায় ঘোষিত দেশব্যাপী দোয়া দিবস পালিত হয়েছে। খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে পুরানা পল্টনস্থ’ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দ বলেন, কারাবন্দি আলেম-উলামারা দীর্ঘ দিন যাবত মানবেতর জীবন-যাপন করছেন। কারাবন্দি আলেম-উলামাদের হয়রানি বন্ধের লক্ষ্যে অবিলম্বে তাদের মুক্তি দেয়া হোক।
এতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, সহ-সভাপতি মাওলানা হাসান জুনাঈদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, মুহাম্মদ জাভেদ হোসাইন। সুমানগঞ্জ জেলায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুফতি আজিজুল হক, সাধারণ সম্পাদক হাফেজ সৈয়দ জয়নুল ইসলা, সহ-সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার।
গাজীপুর মহানগর শাখার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা হারুনুর রশীদ, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ নোমানী, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন। এছাড়াও সিলেট জেলা, সিলেট মহানগর, হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, নরসিংদী জেলা, কুমিল্লা পশ্চিম জেলা, কিশোরগঞ্জ জেলাসহ বিভিন্ন মসজিদে দোয়া করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন